সাতক্ষীরা

ঝাউডাঙ্গায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়ম

By daily satkhira

September 06, 2016

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ইউনিয়নে মোট ২৩৮৫ জন দুস্থ ও হতদরিদ্র প্রত্যেকের ১০কেজি করে চাউল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে বলে ইউপি সুত্রে জানা যায়। ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীনের অনুপস্থিতিতে চাউল বিতরণের প্রথম দিনে ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডে ভিজিএফ’র চাউল বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি হয়েছে। ইউপি সচিব আব্দুল হাকিম জানান, মাথাপিছু ১০কেজি করে চাউল বিতরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কাউকে কম চাউল দেয়ার কথা বলা হয়নি। এব্যাপারে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না বলেন, আমার ওয়ার্ডে নির্দেশনা মেনেই সকলকে চাউল দেয়া হয়েছে। কারো ওজনে কম দেয়া হয়নি। ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, আমার ওয়ার্ডে প্রায় ২ হাজারেরও বেশি দুস্থ ও হতদরিদ্র মানুষ রয়েছে। এসব মানুষ প্যাকেট নিয়ে চাউল নিতে আসলে তাদেরকে দেয়ার সুবিধার্থে ভাগ করে চাল বিতরণ করা হয়েছে। নিজেদের ব্যক্তিগত স্বার্থে নয়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের স্বার্থেই এমনটি করা হয়েছে। ভিজিএফ’র চাউল গ্রহিতা ঝাউডাঙ্গা গ্রামের মোছা. কাজল বেগম বলেন, আমার চাউল মেপে দেখি মাত্র আড়াই কেজি। আমি কম চাউল নেব না। পরিষদে তা ফেরত দিতে যাচ্ছি। গত ঈদে আমি প্রায় ১০ কেজি চাউল পেয়েছিলাম। এমন অভিযোগ রয়েছে বিহারীনগর গ্রামের মাসুম বিল্লাহ, নুর জাহান, রেহেনা খাতুন, ঝাউডাঙ্গা গ্রামের পচা সরকার, আবক্ষাস আলী, আব্দুল মোতালেবসহ ভিজিএফ’র চাউল গ্রহিতা অর্ধশত মানুষের। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।