জাতীয়

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি রাখাল

By Daily Satkhira

July 11, 2019

দেশের খবর: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার অহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-হঠাৎপাড়ার সাদ্দাম আহম্মেদ পটল (২৬) ও পার্শ্ববর্তী দুর্লভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের আরসাদুল ইসলামের ছেলে রয়েল মিয়া (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন ১৫/১৬ জন রাখাল। এ সময় ভারতের আড়াই কিলোমিটার অভ্যন্তরে জঙ্গীপর থানার জাহাঙ্গীরপাড়া এলাকায় রাখালদের লক্ষ্য করে বিএসএফ গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে নিহত হন সাদ্দাম ও রয়েল। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।

বিজিবি অধিনায়ক জানান, নিহত দুই রাখালের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।