দেবহাটা ব্যুরো : দেবহাটায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে পারুলিয়া বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডা. মফিজুল ইসলামের সভাপতিত্বে নওয়াপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক আশরাফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিবার কল্যান সহকারী অনিমা কর্মকার, কুলিয়ার পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল মালেক, পারুলিয়ার গুলশানারা বেগম। অনুষ্ঠানের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার ও সনদ গ্রহণ করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নওয়াপাড়া ৩নং ওয়ার্ড পরিবার কল্যাণ সহকারী লিপ্তি রানী তরফদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ও শ্রেষ্ঠ এফ ডব্লিউ সি পারুলিয়া ইউনিয়নের গুলশানারা বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও শ্রেষ্ঠ এসএসিএমও আব্দুল্লাহ আল মামুন।