আন্তর্জাতিক

সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, শতাধিক নিহত

By Daily Satkhira

July 12, 2019

বিদেশের খবর: সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। এদিকে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও বিরোধীদের শক্ত ঘাঁটি এলাকায় সহিংসতা বেড়ে গেছে। বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার থেকে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন জিসর আল শুঘুর শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হন। এই ছয়জনের মধ্যে এক শিশুও রয়েছে।

ব্রিটেনভিত্তিক ওই মানবাধিকার সংস্থা জানায়, সেখানে বুধবার রাত থেকে শুরু হওয়া ব্যাপক যুদ্ধ ও বিমান হামলায় সরকারি বাহিনীর কমপক্ষে ৫৭ সদস্য এবং ৪৪ জিহাদি ও অনুগত বিদ্রোহী নিহত হয়েছেন।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানান, ওই এলাকায় সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা অব্যাহত থাকায় সেখানে এখনো লড়াই চলছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর হামলার খবর পেয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব হামলার কঠোর নিন্দা জানান। হাসপাতালসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে তিন লাখ ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।