সাতক্ষীরা

আগরদাড়ীতে মক্তবের টাকা আত্মসাতকারীর বাড়ি ঘেরাও

By daily satkhira

July 12, 2019

নিজস্ব প্রতিনিধি : আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা মসজিদের মক্তবের টাকা আত্মসাতকারী শিক্ষককের বাড়ি ঘেরাও করলেন মুসুল্লীরা। শুক্রবার বাদ জুম্মা আগরদাড়ী মাঝেরপাড়া এলাকার ওই শিক্ষকের বাড়িতে যান মুসুল্লীরা। তবে মুসুল্লীদের আগমনের খবরে আগে থেকেই বাড়ি থেকে পালিয়ে যান ওই শিক্ষক। তিনি আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক ক্বারী আকরামুজ্জামান। জানা গেছে, শিক্ষক আকরামুজ্জামান মক্তবের শিক্ষকের দায়িত্বে ছিলেন। সে সময় তার কাছে মসজিদের মক্তবের দানের ৫০ হাজার ছিলো। বর্তমানে তিনি শিক্ষকের দায়িত্বে নেই। কিন্তু তার কাছে বার বার ওই ৫০ হাজার চাওয়া হলে তিনি না দিয়ে তালবাহানা শুরু করে। গত ১৯ এপ্রিল ২০১৯ তারিখে আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা মসজিদের সভাপতি বরাবর লিখিত আকারে জানান, তার কাছে রক্ষিত টাকা তিনি খরচ করে ফেলেছেন। এক্ষুনে তার পক্ষে একসাথে ওই টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তিনি প্রতিমাসে ৫ হাজার টাকা হারে পরিশোধ করবেন। কিন্তু তিনি সে অনুযায়ী টাকা পরিশোধ না করায় মসজিদের সহ সভাপতি আক্তার ফারুক তার কাছে মোবাইল ফোনে টাকা চাইলে তিনি বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। এছাড়া তার পর থেকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মসজিদের সহ-সভাপতি আক্তার ফারুককে খুন জখমের হুমকি প্রদর্শন করা হয়। এঘটনায় নিরাপত্তা চেয়ে ১০ জুলাই ২০১৯ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি ১২ জুলাই মসজিদের মুসুল্লীদের মাঝে জানাজানি হলে মসজিদের মক্তবের টাকা আদায়ের জন্য আত্মসাতকারী শিক্ষক আকরামুজ্জামানের বাড়ি ঘেরাও করেন। কিন্তু আত্মসাতকারী শিক্ষক গোপনে পালিয়ে যান। সে সময় মুসুল্লীরা তার স্ত্রীর সাথে বিষয়টি বললে তিনি কোন টাকা দিতে পারবেন না বলে হুমকি-ধামকি প্রদর্শন করেন। মুসুল্লীরা ওই শিক্ষককের কাছ থেকে টাকা উদ্ধারে দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।