সাতক্ষীরা

কামালনগর সরকারি গোরস্থানের জায়গা সম্প্রসারণে সভা

By daily satkhira

July 12, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি গোরস্থানের জায়গা সম্প্রসারণ বিষয়ে আলোচনা সভা ও ক্রয়কৃত জমির মালিকদের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বাদ জুমআ কামালনগর জামে মসজিদের সভাপতি ও কামালনগর সরকারি গোরস্থানের জায়গা সম্প্রসারণ কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইয়াছিন আলী, সৈয়দ নাজমুল হক বকুল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। উল্লেখ্য : কামালনগরে ১৫০ বছর আগে এ গোরস্থান স্থাপন করেছিলেন মুন্সি আব্দুর রব সরদার। তিনি কামালনগর জামে মসজিদের নামে ১৩ শতক ও গোরস্থানের নামে ৭০ শতক জমি দান করেছিলেন। ইতিমধ্যে কামালনগর ও সাতক্ষীরাবাসীর পরিশ্রম ও প্রচেষ্টায় ৩ কোটি টাকা দিয়ে গোরস্থান সম্প্রসারণের লক্ষ্যে ২ বিঘা জমি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ২ বিঘা জমির ১৩ জন মালিককে প্রত্যেককে ১ লক্ষ করে টাকার চেক প্রদান করা হয়। সকলের সহযোগিতা নিয়ে জমির ১৩ জন মালিককে বাকি অর্থ পরিশোধ করা হবে। এসময় কামালনগর জামে মসজিদ ও গোরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মসজিদের অসংখ্য মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।