সাতক্ষীরা

ক্যান্সারে আক্রান্ত স্বরবানু বাঁচতে চায়

By daily satkhira

July 14, 2019

আবারো সুস্থ্য জীবনে ফিরতে চান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্বরবানু (৪০)। অসহ্য জ¦ালা ও আর যন্ত্রণায় বেশির ভাগ সময়ই ছটফট করেন তিনি। গত ২ বছর যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্বরবানু আর সহ্য করতে পারছেন না বলে জানান শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের আটুলিয়া গ্রামের হতদরিদ্র মোসলেম খাঁর স্ত্রী স্বরবানু। গত ২ বছর পূর্বের তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে অনেক কষ্টে সর্বস্ব বিক্রয় করে অপারেশন করে আক্রান্ত অংশটুকু কেটে বাদ দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পরেই কাটা অংশের পাশ দিয়ে আবারো ছোট গুটি বের হয় এবং জ¦ালা যন্ত্রণা শুরু হয়। সেখানে আবারো অপারেশন করা হবে। প্রায় ৫লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু তার স্বামী কর্মক্ষম। পিতা এবং মাতা সাতক্ষীরা শহরের মুনজিতপুরে একটি কুড়ে বসবাস করেন এবং দুজনই ভিক্ষাবৃত্তি করে কোন রকমে সংসার পরিচালনা করেন। সে কারণে তাদের পক্ষে এই মুহুর্তে এতটাকা জোগাড় করা সম্ভব না। সকলের সম্মিলিত উদ্যোগই বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত স্বরবানু কে, ফিরিয়ে দিতে পারে আবারো সুস্থ্য স্বাভাবিক জীবনে। স্বল্প হলেও সহযোগিতায় করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ক্যান্সার আক্রান্ত স্বরবানু। তাকে সাহায্য পাঠাতে বিকাশ নং- ০১৯৪০ ৬৬৫৪৫৫। প্রেস বিজ্ঞি