খেলার খবর: টানা দুই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপ শেষ করেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় এই পেসার ভেঙেছেন তারই স্বদেশি কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রার নেয়া ২৬ উইকেটের কীর্তি। ইংল্যান্ড বিশ্বকাপে ১০ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন স্টার্ক।
এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। বিশ্বকাপ অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। ৯ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। ইংল্যান্ডের বিশ্বকাপে প্রথমে দলেই ছিলেন না। পরে সুযোগ পেয়ে ১১ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ২০টি উইকেট নিয়েছেন আর্চার।
৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছেন বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান। পাঁচ নম্বরে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।