নিজস্ব প্রতিবেদক : সোমবার বিকাল ৪ টায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল এমপির নিজ বাড়ি নলতায় শ্রীউলা ইউনিয়নের একাধিক মসজিদ, মন্দির, স্কুল, ক্লাব,পাঠাগার ও অত্র ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগের নেতৃবৃন্দের মাঝে সর্বমোট ৫০ টি সোলার প্যানেল বিতরণ করেন। এছাড়াও তিনি মাড়িয়ালা মোড়, হাজরাখালী খেয়াঘাট, নাকতাড়া বাজার কালিমন্দিরে সামনে, মহিষকুড় মৎস সেট, কলিমাখালি মেইন রোডের পাশে সোলার স্ট্রিট লাইট অতি দ্রুত স্থাপনের ঘোষণা দেন। আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু’র সভাপতিত্বে ও এমপি প্রতিনিধি শম্ভুজিত মণ্ডল এর সঞ্চালনায় উদ্বোধক ডাঃ রুহুল হক এমপি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুঁকে মাথা তুলে দাড়িয়েছে।তার নেতৃত্বে দেশে আজ আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসছে।আমার নির্বাচনী এলাকা দেবহাটা উপজেলা আজ শতভাগ বিদ্যুতের আওতাধীন, ২০১৯ সালের মধ্যে আশাশুনির সকল ইউনিয়ন ও কালীগঞ্জের ৪ ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়নের মধ্যে চলে আসবে। তাছাড়া,বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার প্যানেল দেওয়া হচ্ছে। সোলার প্যানেল বিতরণ প্রোগামে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা মিলি,নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, শ্রীউলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিদ মল্লিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজন স্বর্ণকার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরিচরণ সরকার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ মণ্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর,কাঁকড়াবুনিয়া স্কুলের প্রধান শিক্ষক ডাবলু,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সহকারী শিক্ষক শামিমুজ্জামান পলাশ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সহ সাবেক ছাত্রলীগের, যুবলীগের নেতৃবৃন্দ।