সাতক্ষীরা

ইডেন ছাত্রী পুতুল হত্যার মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত স্বামী মাহমুদুল সাতক্ষীরায় গ্রেফতার

By Daily Satkhira

March 14, 2017

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকা ইডেন কলেজের ছাত্রী শরীফা বেগম পুতুল (২২) কে জবাই করে হত্যা মামলায় মৃত্যুদ-াদেশ প্রাপ্ত পলাতক আসামিকে সাতীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে শহরের বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব -৬ এর একটি দল। গ্রেফতারকৃত আসামির নাম মাহমুদুল আলম শিকদার (৩৩)। সে বাগেরহাট জেলার মোল্লার হাট থানার উদয়পুর দৈবকান্দি গ্রামের মৃত শামসুল আলম শিকদারের ছেলে। খুলনা র‌্যাব ৬ এর লবণচরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার  লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর, (এল) বিএন জানান, ঢাকা ইডেন কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের (সম্মান) মেধাবী ছাত্রী ছিলেন শরীফা বেগম পুতুল। ২০১৩ সালের ১০ মে মাহমুদুল আলম শিকদারের সাথে পুতুলের বিয়ে হয়। হাতের মেহেদির রঙ না শুকাতেই তিন দিনের মধ্যে ১৩ মে মধ্যরাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুতুলকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে তার স্বামী  মাহমুদুল আলম। বিষয়টি দেশব্যাপী চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করে। মোল্লার হাটের জনসাধারণ ও ইডেন কলেজের ছাত্রীরা সে সময় মানববন্ধন ও সড়ক অবরোধ করে হত্যাকারী স্বামীর ফাঁসির দাবি জানান। এঘটনায় মোল্লারহাট থানায় ২০১৩ সালের ১৪ মে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত কলেজ ছাত্রী পুতুলের পিতা। মামলা নং-৮। এই মামলায় জামিনে থাকা অবস্থায় পলাতক ছিলেন আসামি মাহমুদুল। তার অনুপস্থিতিতে ২০১৬ সালের ১২ মে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত আসামি মাহমুদুল আলমকে মৃত্যুদ-ে দ-িত করেন। এরপর থেকে আসামি মাহমুদুল আলম শিকদারকে ধরার জন্য র‌্যাব নিরলসভাবে কাজ করতে থাকেন। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে খুলনা র‌্যাব হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।