জাতীয়

স্বামী রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি ৫ দিনের রিমান্ডে

By Daily Satkhira

July 17, 2019

দেশের খবর: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম এ রায় দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. হূমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য মিন্নির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার নয়াকাটা গ্রামের বাড়ি থেকে মিন্নিকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরকেও তার সঙ্গে নেওয়া হয়। মিন্নিকে গ্রেফতার দেখানোর পর রাতেই তার বাবাকে ছেড়ে দেয় পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সমকালকে জানান, প্রাথমিকভাবে রিফাত হত্যায় তার স্ত্রী মিন্নির সংশ্নিষ্টতা পাওয়া গেছে। তাই এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।