নিজস্ব প্রতিবেদক : বুধবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার যশোর বোর্ডে পাশের হার ৭৫.৬৫% শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ৪০ শতাংশ। এছাড়াও ২০১৭ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ০২ শতাংশ। সাতক্ষীরা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ ৮০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১১৫ জন, এ গ্রেড পেয়েছে ৪শ ৫৭ জন, এ মাইনাস পেয়েছে ২ শ ৮১ জন, বি গ্রেড পেয়েছে ১ শ ৮৭ জন, সি গ্রেড পেয়েছে ১ শ ২১ জন, ডি গ্রেড পেয়েছে ১। অকৃতকার্য হয়েছে ২শ ১৮জন। পাশের হার শতকরা ৮৪.২৭। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৮৫ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ২১ জন, এ গ্রেড পেয়েছে ৮৩ জন, এ মাইনাস পেয়েছে ১ শ ১৮ জন, বি গ্রেড পেয়েছে ১ শ ৪৭ জন, সি গ্রেড পেয়েছে ১শ ৩ জন, ডি গ্রেড পেয়েছে ১। অকৃতকার্য হয়েছে ২শ ১২। পাশের হার শতকরা ৭০। সাতক্ষীরা সিটি কলেজে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৩৩ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৭৫ জন এবং এ মাইনাস পেয়েছে ৭০ জন। অকৃতকার্য হয়েছে ১শ ১৯ জন। পাশের হার শতকরা ৫৬.৩৬। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৮৬ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৭ জন, এ মাইনাস পেয়েছে ২৬ জন, বি গ্রেড পেয়েছে ৪৮ জন, সি গ্রেড পেয়েছে ৩৪ জন, ডি গ্রেড পেয়েছে ২ জন। অকৃতকার্য হয়েছে ২শ ৬৭ জন। পাশের হার শতকরা ৩১। সীমান্ত আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ২০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩শ ৫৯জন। অকৃতকার্য হয়েছে ৬১ জন। পরীক্ষায় এ প্লাস পেয়েছে ১১ জন, এ গ্রেড পেয়েছে ১শ ৪ জন, এ মাইনাস পেয়েছে ১ শ ৪ জন, বি গ্রেড পেয়েছে ৯৬ জন, সি গ্রেড পেয়েছে ৪৪ জন। ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ থেকে ১ শ ৯১ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে এ প্লাস পেয়েছে ৮ জন, এ গ্রেড পেয়েছে ৫৬ জন, এ মাইনাস পেয়েছে ৫৭ জন, বি গ্রেড পেয়েছে ৬৬ জন, সি গ্রেড পেয়েছে ২জন। পাশের হার প্রায় ৯৯ %। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ১৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২শ ৯১। অকৃতকার্য হয়েছে ২৪ জন। পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৪ জন, এ গ্রেড পেয়েছে ১শ, এ মাইনাস পেয়েছে ৭১ জন, বি গ্রেড পেয়েছে ৬৪ জন, সি গ্রেড পেয়েছে ৫৫ জন, ডি গ্রেড পেয়েছে ৪ জন। পাশের হার প্রায় ৯৩%।