অপেক্ষার পালা বুঝি আরেকটু ঘুচলো। গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘বেগম জান’ ছবির প্রথম ট্রেলার। পোস্টারের মতো এখানেও বিদ্যা বালানের উপস্থিতিটাই সবচেয়ে বেশি। ২ মিনিট ৫৫ সেকেন্ডের এ ট্রেলারে তাকে একজন সাহসী আর দাপুটে নারী হিসেবে দেখা গে
ছে। কখনো সবাইকে শাসাচ্ছেন আবার কখনো আরাম কেদারায় বসে হুকোর নলে টান মারছেন।
সব মিলিয়ে ভিন্ন ধারার চরিত্রে অভিনয়কে যেন রীতিমত অভ্যাসে পরিণত করছেন বিদ্যা বালান। ছবিতে তিনি গণিকালয়ের সর্দারনীর ভূমিকায় অভিনয় করেছেন। গত বছর মুক্তি পাওয়া বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি ভার্সনই হলো ‘বেগম জান’।
ছবির কাহিনী জুড়ে রয়েছে দেশভাগ। উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনাগুলোর একটি এই দেশভাগ। ১৯৪৭ সালে এর মধ্য দিয়ে জন্ম নেয় পাকিস্থান আর ভারত নামের দুটি আলাদা ভূখন্ড। সীমান্ত মানে কাঁটাতার আর দেয়াল। সেই কাঁটাতারের বেড়ার রাজনীতিতে পড়ে যায় একটি ‘গণিকালয়’। সেই আলয়ের অন্তঃপুরে নারীদের অজানা অধ্যায়কে পরিচালক সৃ
জিত মুখার্জী তুলে এনেছেন সেলুলয়েডের পর্দায়।
‘বেগম জান’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল বাংলা নববর্ষে।
অপেক্ষাটা কেবল বিদ্যা বালানের জন্যই নয়! বাঙালি পরিচালক সৃজিতের দিকেও থাকছে অনেকটা। এর মধ্য দিয়ে সৃজিতও যে বলিউডের দরজায় পা রাখলেন! টাইমস অব ইন্ডিয়া।
ছবির ভিডিও ট্রেলার দেখতে ক্লিক করুন :