খেলা

ক্রিকেটের উপরে ডক্টরেট করছেন মুশফিকুর রহিম

By Daily Satkhira

July 18, 2019

খেলার খবর: ক্রিকেট, পড়ালেখা এবং সংসার এই তিনটি জিনিস একসঙ্গে চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট খেলার পাশাপাশি পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) করছেন এই তারকা ক্রিকেটার।

আন্তজার্তিক ক্রিকেটের চাপ সামলে নিয়ে চালিয়ে গেছেন পড়াশোনাটাও। তিনি একজন ভালো ক্রিকেটার ও ভালো ছাত্রও। এবার পিএইচডি ডিগ্রি অর্জনের পথে হাঁটছেন মুশফিকুর রহিম। খেলার মাঠে যেমন দুর্দান্ত, পড়াশোনায়ও তুখোড় মুশফিক।

ডক্টরেট ডিগ্রি অর্জনের ধাপ হিসেবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তার পিএইচডির বিষয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট!

ব্যক্তিগত জীবনে মুশফিক দারুণ গোছালো একজন মানুষ। ক্রিকেট মাঠেও তার ছাপ স্পষ্ট। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ দলের হয়ে অনুশীলনে সবচেয়ে বেশি ঘাম ঝরান তিনিই। ক্রিকেটের পাশাপাশি মুশফিকের পড়াশোনাতে বেশ মনোযোগী।

এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন জিপিএ-৫ নিয়ে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি।

দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করে এখন একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন মুশফিক। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই এমফিল পরীক্ষায় বসার কথা রয়েছে তার।