আন্তর্জাতিক

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

By Daily Satkhira

July 18, 2019

বিদেশের খবর: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি সেদেশের জাতীয় তদন্ত ব্যুরো ন্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

ন্যাব জানায়, খাকান আব্বাসির বিরুদ্ধে কয়েকশ বিলিয়ন ডলারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির করার অভিযোগ আনা হয়েছে।

শহীদ খাকান আব্বাসি পাকিস্তান মুসলিম লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেফতার হলেন । এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাবন্দি।পাকিস্তানের দুর্নীতিবিরোধী এ সংস্থা ২০১৮ সালে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের উভয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে।