দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাছ চাষের গুরুত্ব তুলে ধরে চিংড়ী মাছের চাষের পাশাপাশি সাদা মাছ চাষের উপর গুরুত্বারোপ করেন। এর আগে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।