দেবহাটা

দেবহাটায় আইডিয়ালের বার্ষিক সাধারণ সভা

By daily satkhira

July 19, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটার স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবীসংস্থা ‘আইডিয়াল’ এর সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ২০১৯ সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে (নিজস্ব ভবন) অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ কুতুবউদ্দীন। সভায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে আইডিয়ালের সহসভাপতি আব্দুস সবুর মলঙ্গী, কোষাধ্যক্ষ প্রভাতী সরকার, খানবাহাদুর আহ্ছানউল্লা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু মুসা, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিভূতিভূষণ দত্ত, পারুলিয়া এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন সহ সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন আইডিয়ালের সমন্বয়কারী (মাইক্রোফাইন্যান্স) শাহাদাত হোসেন, সমন্বয়কারী (হিসাব ও নিরীক্ষা) আশুতোষ সরকার, এলাকা ব্যবস্থাপক প্রযতী সরকার। প্রধান অতিথি সভার শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার অগ্রগতি বিষয় নিয়ে আলোকপাত করেন। তিনি আইডিয়াল সংস্থার উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংস্থাটি সমাজসেবার রেজিষ্ট্রেশনপ্রাপ্তী সাপেক্ষে ক্ষুদ্র পরিসরে কার্যক্রম শুরু করলেও বর্তমানে তা সাতক্ষীরা জেলার গন্ডী পেরিয়ে খুলনা, বাগেরহাট এবং যশোর জেলায় কার্যক্রম সম্প্রসারিত করেছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। আইডিয়াল সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের পরামর্শ এবং সহযোগিতায় আগামীতে আরো প্রসার লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৮-১৯ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন করা হয়। আইডিয়ালের অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদকে সভাপতি ধন্যবাদ জানান। পরিশেষে সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার পরিচালক ও সম্পাদক ডাঃ নজরুল ইসলাম।