সাতক্ষীরা

সাতক্ষীরা রাইস মিল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

March 15, 2017

সাতক্ষীরা প্রতিনিধ : সাতক্ষীরা সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির আয়োজনে সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু’র নির্মাণ কাজ করছে। যা ইতিমধ্যে ৪০% কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। ভোমরা পোর্ট থেকে প্রতি বছর সরকার ১ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাচ্ছে। সাতক্ষীরা জেলায় মোট ৭লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, এর মধ্যে উদ্বৃত্ত ৩ লক্ষ মেট্রিক টন আমরা রপ্তানী করি। এ জেলার উন্নয়নকে আরো তরান্বিত করতে খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার পাল, আব্দুল খালেক, মো. আব্দুল গফ্ফার প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন করেন সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সহ-সভাপতি শাহারুল ইসলাম. উপদেষ্টাম-লীর সদস্য জামাত আলী, সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির নির্বাহী সদস্য শাহারুল ইসলাম. আনসারুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও মো. ইবাদুল ইসলাম প্রমুখ। এ সময়  সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির অন্তভূক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সহ-সভাপতি শেখ কামরুজ্জামান।