সাতক্ষীরা প্রতিনিধি: ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই স্লোগানকে সামনে সাতক্ষীরায় কারামুক্ত দুস্থ কয়েদিকে পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কারাগার ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরেরর উপ পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুপার আবু জাহেদ, কারা পরিদর্শক ও বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, অধ্যক্ষ আবুল হামিদ, প্রধান শিক্ষক নাসরিন খান লিপি প্রমুখ। উল্লেখ্য যে, কারামুক্ত এ মাদকাসক্ত কয়েদিকে মাদক সেবন থেকে বিরত রেখে তাকে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ দিয়ে একটি সেলাই মেশিন প্রদান করা হয় এবং এর আগে তাকে আর্থিক সহায়তা হিসেবে ৫হাজার টাকা প্রদান করা হয়। পরবর্তীতে তাকে পুনর্বাসনের লক্ষ্যে আরো বিভিন্ন ধরনের সহায়তা করা হবে।