শিক্ষা সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ, অনুষদ এবং একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীদের একাংশ।
এ সময় অনেক শিক্ষার্থী ক্লাস করতে আসলেও আন্দোলনকারীরা তাদের ক্লাস করতে দেয়নি। তারা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে অনুষদগুলোর ফটকে অবস্থান করে। অধিভুক্তি বাতিলের দাবি মেনে না নেয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা।