নিজস্ব প্রতিনিধি : দেবহাটার শীর্ষ মাদক চোরাকারবারী দেবহাটার কুলিয়া গ্রামের তুহিন হোসেন এখনও ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলাকালে তুহিনের একটি ফেন্সিডিলের চালান ধরা পড়ে। কিন্তু মামলা থাকলেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে, পুলিশ বলছে তাকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলার অন্যতম শীর্ষ মাদক চোরাকারবারী। সে এলাকায় দীর্ঘদিন যাবত দাপটের সাথে মাদক ও ভারতীয় থ্রি পিছ চোরাচালান করে আসছেন। চলতি মাসের ১০ তারিখে সাতক্ষীরা সদর থানা পুলিশ ফিংড়ি ইউনিয়নের এল্লারচর বাজার সংলগ্ন ওয়াপদা বেঁড়িবাধ এলকা থেকে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেন। এ সময় পালিয়ে যান ফেন্সিডিলের মালিক তুহিন হোসেন, জয়নাল, শহিদুল, ঝুড়ি বেগম, শাহাদাত হোসেন ও বিকাশ সরকার ওরফে বিকাশ মেম্বর। পরে সদর থানার এসআই কামাল হোসেন খান বাদি হয়ে উক্ত ৬ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫-বি(ছ) ধারা মোতাবেক মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ-১০.০৩.১৭। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে তুহিনকে ওই ফেন্সিডিল কিন্তু মামলা দায়েরর পর থেকে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় শীর্ষ মাদক চোরাকারবারী তুহিন আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী জানান। এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। তার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিল, ইয়াবা, মদসহ বিভিন্ন প্রকার মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাচারের অভিযোগ রয়েছে। তাই শীর্ষ মাদক চোরাকারবারী তুহিনকে অলিম্বে গ্রেফতারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই আবুল কালাম আজাদ জানান, “এই মামলার আসামি তুহিনসহ অনেকের বাড়ি দেবহাটা থানায়। আমরা ইতিমধ্যে দেবহাটা থানায় মামলার তদন্ত স্লিপ পাঠিয়েছি।”