জাতীয়

প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

By Daily Satkhira

July 21, 2019

দেশের খবর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ‘অভিযোগকারী’ প্রিয়া সাহার বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মোবাইলে ফোনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বপন ভট্টাচার্য বলেন, প্রিয়া সাহার বক্তব্য নিন্দাজনক এবং তা প্রত্যাখ্যান করছি। তিনি তার বক্তব্যে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছেন। তিনি কেন এ অভিযোগ করেছেন সেটিও বোধগম্য নয়।

ইন্টার রিলিজিয়ার হারমোনি সোসাইটি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিঞা মুজিবুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাই, ভিকারুন নিসা নূন স্কুলের অভিবাবক সভাপতি একেএম খোরশেদ আলম খান, আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

মিঞা মুজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ চেতনাবিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে প্রিয়া সাহা সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী উপস্থাপন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত হচ্ছে, তা তার বক্তব্যের পর বোঝা গেছে।

তিনি এ সময় প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহীতামূলত অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।