দেবহাটা

দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগ

By Daily Satkhira

March 15, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করায় চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে। জানা গেছে, চলতি বছরের গত ৫ মার্চ দুপুরে দেবহাটা উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিকসহ কয়েকজন শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ সিংহকে বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে তাদের বিভিন্ন কাজ করে দেয়ার কথা বললে শিক্ষা কর্মকর্তা এতে রাজি না হওয়ায় তারা ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ সিংহ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করেন। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ সিংহ ঐদিনই (০৫/০৩/১৭ ইং) তারিখে লিখিতভাবে শিক্ষক আব্দুল হান্নানসহ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট একটি প্রতিবেদনে আবেদন জানান। যার স্মারক নং-উশিঅ/দেব/সাত/৮৯। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ গত ইং ০৭-০৩-১৭ তারিখে ওই প্রতিবেদনেরই একটি অনুলিপি তিনি জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছেন। যার স্মারক নং- ০৫.৪৪.৮৭২৫.০০১.১০.০০২.১৭.২৭৫। অভিযুক্ত শিক্ষক আব্দুল হান্নান ও সহকারী শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিকের বিরুদ্ধে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক পরিচয়ে উপজেলার নব্য সরকারী হওয়া ৪৪ জন শিক্ষকদের নিকট থেকে টাইম স্কেল জনিত বকেয়া ০১/০১/১৩ ইং তারিখ থেকে ৩০/০৬/১৫ ইং তারিখ পর্যন্ত ৬ লাখ ২৯ হাজার টাকা উত্তোলন বাবদ ১০% হারে টাকা এবং কল্যান তহবিল বাবদ জন প্রতি ৫০০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অভিযুক্ত ঐ শিক্ষকদ্বয় ২০ জন সহকারী শিক্ষকের নিকট থেকে টাইম স্কেল জনিত বকেয়া টাকা তুলে দেয়ার নাম করে জন প্রতি ১৫০০/২০০০ টাকা অফিস খরচের নাম করে নেয়ার অভিযোগও রয়েছে। এ ব্যাপারে শিক্ষক আব্দুল হান্নান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গুলো অস্বীকার করে জানান, উপজেলা শিক্ষা অফিসারের সাথে তাদের দেখা করার জন্য আগে থেকে সময় নির্ধারন করা ছিল। তারা তার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ সিংহ জানান, শিক্ষক আব্দুল হান্নানের নেতৃত্বে ৮/১০ জন সহকারী শিক্ষক অফিসের নিচে দাড়িয়ে তাকে হুমকিসহ নানা রকম অশ্লীল কথাবার্তা বলেছেন। আব্দুল হান্নান ও সাইফুল্লাহ-আল-তারিকের বিরুদ্ধে টাকা নেয়ার বিষয়ে বিভিন্ন শিক্ষকরা তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন উল্লেখ করে দেবাশীষ সিংহ আরো জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি একটি লিখিত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রেরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার লেখা একটি প্রতিবেদনের অনুলিপি যা তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রেরণ করেছেন তারই একটি কপি তিনি জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছেন।