আন্তর্জাতিক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বরিস জনসন

By Daily Satkhira

July 22, 2019

বিদেশের খবর: ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।

গত এক মাস ধরে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট এবং বরিস জনসনের মধ্যে লড়াই শেষে সোমবার (২২ জুলাই) কনজার্ভেটিভ পার্টির ভোটাভুটি শেষ হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভোটের সর্বশেষ তথ্যে মতে, বরিস জনসন নিশ্চিতভাবেই জয় পেতে যাচ্ছেন প্রতিপক্ষের চেয়ে বেশি ভোট পেয়ে।

দলের ১ লাখ ৬০ হাজার তৃণমূল নেতা ভোটে অংশগ্রহণ করেন। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী। মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার বিদায়ে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করে টোরি দল৷