সাতক্ষীরা

মাধবকাটিতে বৃদ্ধাকে মারপিটের ঘটনায় মামলা

By daily satkhira

July 22, 2019

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার মাধবকাটিতে জমি আত্মসাথের উদ্দেশ্যে বৃদ্ধাকে মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ২১ জুলাই ২০১৯ তারিখে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী বৃদ্ধার ওয়ারেশ আলীর পুত্র আবুল বাসার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, ওয়ারেশ আলী একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি অত্র এলাকার মসজিদ, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। কিন্তু অত্র বলাডাঙ্গা গ্রামের আনিছ উদ্দীন সরদারের পুত্র আবুল খায়ের গং তার রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে গত ১৬ জুলাই ২০১৯ সন্ধ্যা ৭টার দিকে আনিছ উদ্দীন সরদারের পুত্র আবুল খায়েরের নেতৃত্বে দিগরাডাঙ্গা গ্রামের রইচ উদ্দীন সানার পুত্র জিল্লুর রহমান, আঃ মালেকের পুত্র আতাউর ইসলাম, বলাডাঙ্গা গ্রামের বজলে রহমানের পুত্র হায়দার আলী, মাধবকাটি গ্রামের আলীমুদ্দিনের পুত্র বাবলুর রহমান, মৃত আশরাফ দেওয়ানের পুত্র সফিকুল, সলেমানের পুত্র আব্দুস সাত্তার, সহিদুলের পুত্র ফারুক, আব্দুস সাত্তারের পুত্র তুহিন ও রামেরডাঙ্গা গ্রামের ইনছানের পুত্র মধুসহ ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী ওয়ারেশ আলীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে উল্লেখিত ব্যক্তিরা চলে যাওয়ার সময় তাকেসহ তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে বৃদ্ধা ওয়ারেশ আলীর পুত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।