আন্তর্জাতিক

কর্ণাটকে কংগ্রেস সরকারের পতন

By Daily Satkhira

July 24, 2019

বিদেশের খবর: ভারতের কর্ণাটকে আস্থা ভোটে হার কুমারস্বামীর। বিজেপির পক্ষে ১০৫ ভোট, কংগ্রেস-জেডিএস জোট পেয়েছে ৯৯ ভোট। অবশেষে কর্ণাটকে ১৪ মাসের জোট সরকারের পতন।

জোট সরকারের একাধিক বিধায়কের ইস্তফা দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয়ে কর্ণাটকের রাজনৈতিক সংকট। ১৬ জন বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে কমে জোট সরকারের শক্তি ও তারপরেই আস্থা ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। আস্থা ভোটের আগেই কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ব্যাঙ্গালুরু।

মঙ্গলবার (২৩ জুলাই) কর্ণাটক বিধানসভায় অবশেষে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হয়। মোট আসনের ৯৯টি পেয়েছে কংগ্রেস ও জনতা দল সেকুলার ও ১০৫টি আসন পেয়েছে বিজেপি।

কুমারস্বামী সরকারের পতনের পর টুইট করেছে কর্ণাটকের কংগ্রেস শাখা। এই ঘটনাকে গণতন্ত্রের সাময়িক পরাজয় বলে আখ্যাদিয়েছে কংগ্রেস।