জাতীয়

গুজব ছড়ানোয় বেশ কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অনলাইন পোর্টাল বন্ধ

By Daily Satkhira

July 24, 2019

দেশের খবর: গুজব ছড়ানোর অভিযোগে ২৫ ইউটিউব চ্যানেল, ৬০ ফেসবুক পেজ ও ১০ অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

একই সঙ্গে গুজব প্রতিরোধে দেশের সব থানাকে তাৎক্ষণিক ব্যবস্থ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বুধবার বেলা ১১টায় পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, গণপিটুনি দিয়ে যারা মানুষ হত্যা করছে এবং গুজব ছাড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যে যত বড় শক্তিশালীই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেবো না। প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি কিন্তু হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছেন। হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়ে থাকে। যেখানেই থাকুন না কেন আমরা আপনাকে খুঁজে বের করবো এবং কঠোর শাস্তির জন্য আইনের হাতে তুলে দেবো।’