কলারোয়া

সোনাবাড়ীয়ায় ৪০ দিন কর্মসূচির উপর গণশুনানী

By daily satkhira

March 16, 2017

সোনাবাড়ীয়া প্রতিনিধি : কর্মসূচির মান উন্নয়নে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গণশুনানীর অনুষ্ঠিত হয়েছে। ৪০দিন কর্মসূচির ২২৫জন সদস্য নিয়ে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০কর্মসূচির উপর মতামত ও আলোচনার মাধ্যমে কর্মসূচি সুষ্ঠভাবে সম্পাদন করার লক্ষ্যে বিভিন্ন প্রশ্ন ইউপি সদস্যদের মাঝে করা হয়। যাতে কোন দুর্ভোগ ও দুর্নীতি না থাকে এবং কর্মসূচির মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ০৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সচিব আশরাফ আলী, ইউপি সদস্য লিয়াকত আলী, হাসানুজ্জামান, আনারুল ইসলাম, হাশেম আলী, নুরুল হক, রফিকুল ইসলাম, আরশাদ আলী, মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন, শিরিনা খাতুন, রেক্সনা খাতুন ও সোনাবাড়ীয়ার সামাজিক সুরক্ষা ফরমের সভাপতি বাবু নয়ন রজন মজুমদার, সদস্য আকবর আলী, রতœা পারভীন, রেনুকা, আয়ুব আলী, আবুল খায়ের, ফেরদৌসি। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাবু নয়ন রজন মজুমদার ও চন্দ্র শেখর হাওলাদার।