শ্যামনগর

গাবুরায় জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারপিট

By daily satkhira

July 25, 2019

নিজস্ব প্রতিবেদক : গাবুরায় জুয়াড়ী ও মাদকব্যবসায়ীদের নেতৃত্বে শ্রমিকলীগ অফিসে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় শ্যামনগর থানায় ৯জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, গাবুরা ইউপির নাপিতখালী এলাকার সামাদ মোড়লের পুত্র চিহ্নিত জুয়াড়ী ও মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ গং দীর্ঘদিন ধরে অত্র এলাকার রাতে জুয়া ও মাদক আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এবিষয়ে একই এলাকার মিজানুর রহমান মোড়লেরপুত্র যুবলীগ নেতা জামাল ফারুক ও শ্রমিকলীগ নেতা ওমর ফারুক প্রতিবাদ করা তাদের সাথে বিরোধ বাধে। এর জের ধরে ২৩ জুলাই সন্ধ্যায় জামাল ফারুক এবং ওমর ফারুক স্থানীয় শ্রমিকলীগ অফিসে বসেছিলো। এসময় চিহ্নিত জুয়াড়ী ও মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদের নেতৃত্বে মৃত আক্কাজ গাজীর পুত্র বিহারী কামরুল, আমজাদ মোড়লের পুত্র আব্দুল্যাহ, মৃত ঈমান মোড়লের পুত্র আমজাদ মোড়ল, মোজাম সরদারের পুত্র মোহিনুর সরদার, মৃত করিম বক্সেরপুত্র সামাদ মোড়ল, মৃত আক্কাজ গাজীর পুত্র মোহাম্মাদ গাজী, মৃত ফজলুর পুত্র মন্টু সরদারসহ ১০/১২জনের সংঘবদ্ধ বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে শ্রমিকলীগ অফিসে হামলা চালিয়ে ওমর ফারুক এবং জামাল ফারুককে পিটিয়ে গুরুতর আহত করে এবং অফিসে থাকা জাতির জনকের ছবি, জননেত্রী প্রধানমন্ত্রীর ছবি ও স্থানীয় সাংসদের ছবিসহ অফিস ভাংচুর করে গুড়িয়ে দেয়। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী জামাল ফারুকের পিতা বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।