সাতক্ষীরা

জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময়

By Daily Satkhira

March 16, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আংশিক জেলা কমিটির সাথে সকল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা রহমাতুল্লাহ পলাশ। বক্তব্য রাখেন নবগঠিত জেলা কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, রফিকুল আলম বাবু, চেয়ারম্যান এস,এম, রফিকুল ইসলাম, এ্য্ডাঃ বরুণ কুমার বিশ্বাস, এ্যাডঃ আব্দুল মজিদ, এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, মোঃ মহিউদ্দিন সিদ্দিকী, নবগঠিত জেলা কমিটির যুগ্ম-সম্পাদক আবুল হাসান হাদী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহিন, সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শের আলী, অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, এ্যাডঃ আবুল হোসেন, বাবু মৃনাল কান্তি, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টু, অধ্যাপক মনিরুজ্জামান মনি, হাফিজুর রহমান মুকুল, আব্দুল্লাহ আল রাজু, সালাহউদ্দিন লিটন, রফিকুজ্জামান ছট্টু, মোঃ নাসির উদ্দিন, খুরশিদ জাহান শিলা। সদর থানার বিএনপির পক্ষে মোঃ ইউসুফ আলী, শ্যামনগর থানার পক্ষে মাস্টার ওয়াহেদ আলী, কালীগঞ্জ থানার পক্ষে মোহাম্মাদ আলী, দেবহাটা থানার পক্ষে সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আশাশুনি থানার পক্ষে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তালা থানার পক্ষে বাবু মৃনাল কান্তি, কলারোয়া থানার পক্ষে শরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাদেম আলী, সিরাজুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান আবু রায়হান, সাবেক চেয়ারম্যান বদরুল, অধ্যাপক বজলুর রহমান, এ্যাডঃ এবিএম, সেলিম, সালেকা হক কেয়া, শাহারিয়ার জামান, হেদায়েতুল ইসলাম, খায়রুল আহসান, এ্যাডঃ অসীম মন্ডল, এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ মোস্তফা জামান, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব, সাবেক ছাত্রনেতা মেরিন, মীর তাজুল ইসলাম রিপন, যুবদল নেতা শাহিনুর রহমান শাহিন, মোঃ আলী শাহিন, মোঃ আলীম, মোঃ ফরিদ, মেম্বর সহরাব হোসেন, রেজাউল ইসলাম রেজা, মফিজুল ইসলাম মফিজ, হাসান শাহরিয়ার রিপন প্রমুুখ। নবগঠিত জেলা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ পলাশ এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ তারিকুল হাসান বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাতক্ষীরা জেলার দায়িত্ব পেয়েছি। তারা আরো বলেন, আমাদের সর্বত্যাগ ও জীবনের বিনিময় জেলায় সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা একসাথে কাজ করতে চাই এবং দলের সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে জেলার সকল আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সকলে ধানের শীষের পরিবারের মানুষ। আরো বলেন, হামলা ও মামলা দিয়ে আমাদের আন্দোলন থামিয়ে দেয়া যাবে না। মিথ্যা মামলায় কারাগারে বন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি চাই। ৮টি থানার ও ২টি পৌরসভার বিএনপি নেতৃবৃন্দ এবং স্ব স্ব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত জেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।