খেলা

জাতীয় অনুর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে সাতক্ষীরা

By Daily Satkhira

March 16, 2017

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর প্রথম সেমিফাইনালে বাগেরহাট জেলা দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল। বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ স্টেডিয়ামে বাগেরহাট জেলা দলকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন  হয়ে  সব কটি দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়ে আগামী ১৮ মার্চ একই মাঠে ঝিনাইদহ জেলা দলের মুখোমুখি হয়ে ফাইনাল খেলবে। দলের পক্ষে সুমন ১টি ও হাবিবুর ১টি গোল করে। সাতক্ষীরা জেলা দল ফাইনালে উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম মো. মহিউদ্দিন সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্দ্ধ-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এ অংশগ্রহণকারী জেলা দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। জেলা দলের টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন স.ম সেলিম রেজা। জেলা দলের হয়ে খেলছেন জাহাঙ্গীর, মোস্তাফিজুর, মামুন, সাইফুল, রাশেদ, মনিরুল, পারভেজ, বাবলু, বাপ্পি, সুমন, স¤্রাট, জাহিদ, সাইমুন, হাবিবুর, মিয়ারাজ ও ইদ্রিস।