শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড় শতাধিক

By Daily Satkhira

July 27, 2019

শিক্ষা সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা নিচে তুলে ধরা হলো-

ফজলুল হক মুসলিম হল:

কক্ষ ১০১৭- ৫ জন

কক্ষ ১০১৫- ৫ জন

কক্ষ ১০০৪- ৩ জন

কক্ষ ১৩৫- ২ জন

কক্ষ ৪০০৮- ১ জন

কক্ষ ৩০০৭- ১ জন কক্ষ ২০১৯- ৩ জন

মাষ্টারদা সূর্যসেন হল:

কক্ষ ১৭৯(লাদেন গুহা)- ৭ জন

কক্ষ ২২৬- ২ জন

কক্ষ ২২৭-২ জন

কক্ষ ২৩৮- ১ জন

কক্ষ ২৩০- ১ জন কক্ষ ২৩৪- ১ জন

কবি জসিমউদদীন হল:

কক্ষ ৫৩১- ২ জন

কক্ষ ১১৩- ১ জন

কক্ষ ১২৯- ১ জন কক্ষ ২১৫ – ১জন

ড. মুহাম্মাদ শহীদুল্লাহ হল:

কক্ষ ২১০৭- ৬ জন

কক্ষ ১১০২- ৩ জন

কক্ষ ১১০৪- ৪ জন কক্ষ ২১১৪- ১জন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল:

কক্ষ ১১৩- ৯ জন

কক্ষ ৪২২- ১ জন কক্ষ ৪২০- ১ জন

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল:

কক্ষ ৪২২- ১ জন

কক্ষ ২২৫,২২৬,২২৭- মোট ৬ জন কক্ষ ৪১৬- ১ জন

সলিমুল্লাহ মুসলিম হল:

বারান্দায় বসবাসকারী প্রায় ১৫জন(আরো অনেকেই আক্রান্ত)

অমর একুশে হল:

কক্ষ ৫০৩ – ১ জন

জগন্নাথ হল:

কক্ষ ২২২- ২ জন কক্ষ ২০০৪- ১ জন

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল:

কক্ষ ১০০৬- ৪ জন কক্ষ ১০১৩- ২ জন

হাজী মুহম্মদ মুহসীন হল:

কক্ষ ৩৫২- ১ জন

কক্ষ ১০১৩,১০১৪ – ৩জন

কক্ষ ১০২০- ১ জন কক্ষ ৩৫১ – ১ জন

স্যার এ এফ রহমান হল:

কক্ষ ৫২২- ১ জন কক্ষ ১০৮- ৩ জন

বিজয় একাত্তর হল:

কক্ষ পদ্মা ৭০০৩- ১ জন

কক্ষ পদ্মা ৬০০৬- ১ জন

কক্ষ পদ্মা ৬০১২- ১ জন

কক্ষ পদ্মা ২০০৭- ৩ জন

কক্ষ পদ্মা ৯০০৬- ১জন

কক্ষ পদ্মা ৪০০২- ১ জন

কক্ষ যমুনা ৩০১০- ১জন

কক্ষ যমুনা ৬০০৯- ১ জন

কক্ষ যমুনা ৫০১১- ২ জন

কক্ষ যমুনা ৫০১২- ১ জন কক্ষ যমুনা ৬০১০- ২ জন

ফজিলাতুন্নেসা মুজিব হল:

কক্ষ ৫২১- ১ জন কক্ষ ২০৬- ১ জন

শামসুন নাহার হল:

কক্ষ ১০০২- ১ জন

কক্ষ ১০০৬- ১ জন

কক্ষ ২১০২- ২ জন

সুফিয়া কামাল হল:

কক্ষ ৮০৫- ১ জন

কক্ষ ৮০৩- ২ জন

কক্ষ ৮০৪- ২ জন

কক্ষ ৮০৬- ১ জন

কক্ষ ৮০২- ১ জন

কক্ষ ৬০৫- ১ জন কক্ষ ৩০৫- ১ জন