ফিচার

সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের যোগদান

By Daily Satkhira

July 27, 2019

প্রেস বিজ্ঞপ্তি: আজ শনিবার বিকালে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরায় যোগদান করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কুমিল্লা জেলার বরুড়া থানাধীন সোনাইমুড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সনে এস.এস.সি ও ১৯৯৪ সালে পয়ালগাছা ডিগ্রী কলেজ হতে এইস.এস.সি পাস করে পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস বিষয়ে বিএ (অনার্স) এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে কৃতিত্বের সাথে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্ণাঢ্য চাকুরী জীবনে শরীয়তপুর জেলা, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, গাজীপুর জেলা, চট্টগ্রাম জেলা, নারায়নগঞ্জ জেলাসহ সর্বশেষ মেহেরপুর জেলায় পুলিশ সুপার হিসাবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহীনিতে সাহসিকতা ও দক্ষতা’র জন্য একাধিকবার পিপিএম পদকে ভূষিত হন। সাতক্ষীরা জেলায় যোগদান করেই তিনি পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার উর্ধতন পুলিশ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, ডিআইও(১), অফিসার ইন-চার্জ ডিবি, অফিসার ইন-চার্জ (সাতক্ষীরার সকল থানা) ও পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।