সাতক্ষীরা

সাতক্ষীরায় খাস জমি দখল চেষ্টার অভিযোগে দু’ব্যক্তির সাজা

By daily satkhira

July 27, 2019

নিজস্ব প্রতিবেদক : শহরের রইচপুর এলাকার বিল আবাদানীর ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরি ও দখল চেষ্টার অভিযোগে ২ জন কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে সাজা দেওয়া হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি একটি মহল সাতক্ষীরা শহরের রইচপুর এলাকার সরকারি খাস খতিয়ানের বিল আবাদানীর ১৩৩ একর জমি দখলে যাওয়া ও সম্পত্তিতে স্থাপনা তৈরির পায়তারা চালাচ্ছে এমন খবরের ভিত্তিতে শনিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুস সাত্তার ও আলতাফ নামের ২ ব্যক্তিকে আটক করা হয়। তারা দু’জনাই শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, সদর এসিল্যান্ড রনি নূর, সদর,পৌর ভূমি অফিসের নায়েব কান্তিলাল,সার্ভেয়ার তারেক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালু, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল মোল্যা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আব্দুস সাত্তার কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও আলতাফ কে ৫০০ টাকা জরিমানা করেন। এদিকে, সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল শহরের রইচপুর এলাকার বিল আবাদানীর ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন করেন এবং তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।