কলারোয়া

কলারোয়ায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By daily satkhira

July 28, 2019

নিজস্ব প্রতিবেদক : গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ে আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার কলারোয়া পৌর সভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল গীয়াস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা,মুক্তিযোদ্ধা আনায়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ আমজাদ হোসেনসহ পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য বলেন, কলারোয়া পৌরসভাকে ডিজিটাল বা আধুনিকায়ন করতে কলারোয়া পৌর সভায় কাজ শুরু হয়েছে। একাজ ধারাবাহিক ভাবে চলতে থাকবে। বিগত কোন সরকার এ ধরনের উন্নয়ন মুলক কোন কাজ কলারোয়ায় করে নাই। আপনাদের ভোটে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ায় তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে সারা বাংলাদেশের উন্নয়নে এ ধরনের কর্মকান্ড হাতে নিয়েছেন। পর্যায় ক্রমে এ প্রকল্পের আওতায় কলারোয়া পৌর সভায় ৪০ কোটি টাকার বেশি উন্নয়ন মুলক কাজ হবে।