বিনোদন

অঙ্কিতাই চ্যাম্পিয়ন, নোবেল যৌথভাবে দ্বিতীয় রানারআপ

By Daily Satkhira

July 29, 2019

বিনোদন সংবাদ: জি-বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো’ ‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন হলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য, গ্রান্ড ফিনালে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন।

রোববার দুই বাংলার জনপ্রিয় এ রিয়েলিটি শো’র চূড়ান্ত পর্ব প্রচার হয় জি-বাংলায়। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। নোবেলের সঙ্গে যৌথভাবে তৃতীয় রানারআপ হয়েছেন প্রীতম।

চ্যাম্পিয়ন হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অঙ্কিতা ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, “যিশুদা যখন আমার নাম বলল, বিশ্বাসই হচ্ছিল না। ওই মুহূর্ত ভাষায় প্রকাশ করা যাবে না। ”

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া অঙ্কিতার হাতে।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অঙ্কিতা সাত বছর ধরে গান শিখেছেন রথীজিৎ ভট্টাচার্যের কাছে। তার পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং। আর আদর্শ মানেন আশা ভোঁসলেকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য।