সাতক্ষীরা

যত্রতত্র বৈদ্যুতিক তারের হুমকির মুখে কলারোয়া খোর্দ্দর জনসাধারণ

By Daily Satkhira

March 17, 2017

সরদার কালাম, খোর্দ্দো, কলারোয়া: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে রোড ক্রসিং বৈদ্যুতিক তারের হুমকির মুখে চলতি পথযাত্রী এবং স্থানীয় জনগণ। দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার রোড ক্রসিং বৈদ্যুতিক তারের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্তÍ হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, দূরবর্তী যানবাহন চালক ও স্থানীয় বৈদ্যুতিক মিটার মালিকেরা। বর্তমান সাফল্যময় আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অনেক কাজ সংস্কার ও নির্মিত হয়েছে দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা জুড়ে। তার ভিতরে উল্লেখ্য কোটি টাকা ব্যয়ে খোরদো থেকে কাশিয়াডাংগাসহ বিভিন্ন সংযোগমুখী রাস্তা সংস্কার। কোটি টাকা ব্যয়ে নির্মিত খোরদো ব্রিজ এবং সেই সাথে চলছে কোটি টাকা বরাদ্দের দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার কেন্দ্রিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ। কিন্তু চলমান কিছু সমস্যা থাকায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ। দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার ব্যবসায়ী মহল ও যানবাহন চালকেরা রোড ক্রসিং এর বৈদ্যুতিক তারের কারণে হুমকির মুখে পড়েছে। তারা বলেন-বাজারের বিভিন্ন টার্নিং মোড় চিপা এবং আকারে ছোট থাকায় ভারি যানবাহন- ট্রাক, বাস, মিনিবাস, ট্রলি, ইঞ্জিন ভ্যান, নছিমন এবং ছোট বড় যানবাহনের চলাচলকে ব্যহত করছে। দিনে ও রাতে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন যানবাহন চালকেরা ও স্থানীয় চতুর্পাশের ব্যবসায়ী এবং চলতি পথিক। সেই সাথে কোটি টাকা ব্যয়ে নির্মিত খোরদো চাকলা ব্রিজের মান ক্ষুণœ হচ্ছে। ক্ষুণœœ করছে খোরদো বাজার সহ ব্রিজের মুখের রোড ক্রসিং জীবননাশক বৈদ্যুতিক তার। যেটা দিনে গভীর রাতেও ভারি উঁচু যানবাহন চলাচলকে ব্যাহত করছে। খতিগ্রস্ত হয়ে মাসুল গুনতে হচ্ছে দিনের পর দিন যানবাহনে ছেড়ে দেওয়া মিটার সহ তারের মিটার মালিক ব্যবসায়ীদের। সেই সাথে কম্পিত থাকতে হয় শর্ট সার্কিটের ভয়ে মিটার মালিক সহ সাধারণ পথিক ও চালকদের। বিশেষ করে খোরদো ব্রিজ নির্মাণের পর দূরবর্তী যোগাযোগ সহজতর হয় বটে, কিন্তু ব্রিজটি নির্মাণের পরে উঁচু হয়েছে পুরাতন রাস্তা ছাড়া চার থেকে পাঁচ ফুট। যার কারণে ব্রিজ সংলগ্ন সকল ব্যবসা প্রতিষ্ঠানসহ বৈদ্যুতিক খুটি নিচুঁ হয়েছে। এবং সেই বৈদ্যুতিক খুটি থেকে মিটারের তার নিচুঁ অবস্থায় রোডক্রসিং করার কারণে চলতি যানবাহন একাধিক বার মিটারসহ বৈদ্যুতিক তার ছিঁড়ে লাইনচ্যুত করে খোলা রাস্তায় ফেলে রেখে যায় দিনে বা গভীর রাতেও। যেটা খুবই বিপজ্জনক এবং আশংকাজনক অবস্থায় থাকতে হয় ব্যবসায়ী মহল ও চলতি পথিকেরা জানান। বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় খোরদো ব্যবসায়ীদের তেমনি তেমনি আতংকিত শর্ট সার্কিটের ভয়ে থাকেন যানবাহন চালক ও পথচারীরা। দীর্ঘদিন এই প্রাণনাশক বৈদ্যুতিক তার রোড ক্রসিং থাকায় দিনের পর দিন ধরে ব্যবসায়ী মিটার মালিক ও যোগাযোগের চলাচলকে বিঘিœত করছে বলে অভিযোগ করেছেন যানবাহন চালকেরা। সেই সাথে আতংকিত স্থানীয় দোকানদারসহ স্থায়ী অস্থায়ী বসবাসরত জনগণ, এবং চলতি পথিক শার্ট সার্কিটের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। অতিশয় দুঃখের সাথে প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের আখের গোছাতে ব্যস্ত কিন্তু জনকল্যাণমূলক এ সকল কাজের দিকে কোনো নজর নেই। তাই অতি দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃপক্ষসহ সরেজমিনে তদন্ত করে এসকল সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারসহ সকল ভুক্তভোগী জনগণ।