শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা সদরে সড়ক ও জনপথের জায়গা দখল করে পাকা স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ সংলগ্ন শ্যামনগর মাইওয়ান শো রুমের সামনে সড়ক ও জনপথের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন উপজেলার পাতড়াখোলা গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র রুহুল আমিন। সড়ক ও জনপথের জায়গায় স্থায়ী কোনপ্রকার স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহাল তবিয়তে এ ধরনের বেআইনি কাজ করিতেছে। এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের শ্যামনগরের দায়িত্বে থাকা কার্যসহকারী গৌরপদ সরকার বলেন, ইতিপূর্বে রুহুল আমিন মোড়লকে কয়েকবার আমার সহকর্মীকে দিয়ে মৌখিক ভাবে এবং উপবিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা অফিসিয়াল নোটিশ এর মাধ্যমে সতর্ক করার পরও সম্পূন্ন গায়ের জোরে এ কাজ করছে। যাহা সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন বহির্ভূত। আইন অমান্য করে গায়ের জোরে কিভাবে পাকা ও স্থায়ী ইমারাত তৈরি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে জরুরী ভাবে উপ-বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এবিষয়ে দোকান মালিক রুহুল আমিন মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, পেছনে আমার রেকাডিও সম্পত্তি এবং সামনে কিছু খাস জায়গা রয়েছে, অন্যরা যেভাবে ব্যাবহার করছে আমিও সেভাবে ব্যাবহার করছি।