আমির হোসেন খান চৌধুরী/হাসান হাদী : সাতক্ষীরার সবচেয়ে নৃশংস মানবতাবিরোধী অপরাধী আলীপুর বুলারাটীর রাজাকার এম আব্দুল্লাহিল বাকী(১০৩)-কে নজরদারিতে রেখেছে পুলিশ। বাকী বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১.০০টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর উইনিয়নের বুলারাটী গ্রামে যান তাকে গ্রেফতারের উদ্দেশ্যে । এসময় পুলিশের সাথে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক শহিদ পরিবারের সন্তান আমির হোসেন খান চৌধুরী এবং এই মামলায় তদন্ত কর্মকর্তাকে সার্বিকভাবে সহায়তাকারী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসান হাদী। আজ শুক্রবার ও আগামিকাল শনিবার ছুটির দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ছুটিতে থাকবেন বিধায় বাকীকে এই মুহূর্তে সাতক্ষীরা সদর থানা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, আব্দুল্লাহিল বাকী সাতক্ষীরায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগে নেতৃত্ব দেয়। তার নৃশংসতার কথা শুনলে এখনও আতকে উঠে মানুষ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর আগে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা মাওলানা আব্দুল খালেক মন্ডল, আব্দুল্লাহিল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে ৭টি মিানবতাবিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। এর মধ্যে খালেক শন্ডল কারাগারে আটক থাকলেও বাকিরা পালিয়ে ছিল। গত ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-০১ এই ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।