নিজস্ব প্রতিবেদক ঃ ‘এসো নবীন এসো উৎসবে, এসো শিক্ষায়, এসো আনন্দের এই ঝর্ণাধারায়’ এই কবিতার চরণকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে কলেজের আয়োজনে কলেজের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা – কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা মনোনশীলতার সহিত কাজে লাগিয়ে এ উপজেলার সম্মান উজ্জ্বল করতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সর্তক থাকতে হবে। জঙ্গী, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। কলেজ ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাসে রূপ দিতে শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।’ কলেজ অধ্যক্ষ মোঃ কবির উদ্দিন বিশ^াসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর গীয়াস, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, কাজির হাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম,ওয়ার্কার্সপাটি কলারোয়া শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ কলারোয় শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা পরিশদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদজ্জামান শাহাজাদা, হেলাতলা ইউনিয়ান আওযামীলীগের সভাপতি শফিকুর ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর আলিম, কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কুশোডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন বরণ অনুষ্ঠান শুরুতে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।