আশাশুনি ব্যুরো: আশাশুনিতে অবৈধ স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা সম্বলিত সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে বড়দলে এ অবৈধ স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা সম্বলিত সাইন বোর্ড স্থাপন করা হয়। বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও বাজার সংলগ্ন চর ভরাটি এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য এ নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত থেকে নিষেধাজ্ঞা সম্বলিত সাইন বোর্ড স্থাপন করেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এসময়, ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) রনজিত কুমার মন্ডল, উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার অমল কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সরকারি সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের বলিষ্ঠ পদক্ষেপকে স্বাগত জানায় এলাকাবাসী।