তালা

তালায় বাস-ট্রলীর সংঘর্ষ,আহত-১৫

By daily satkhira

August 03, 2019

তালা প্রতিনিধি : তালায় খুলনা-পাইকগাছা সড়কের হরিশচচন্দ্রকাটি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রলীর সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাইকগাছার দেবদুয়ার গ্রামের আসাদুল শেখের ছেলে মিনারুল ইসলাম (২৭), পাইকগাছা এলাকার লিয়াকত আলী সরদারের স্ত্রী জোহরা খাতুন (৪০) ও তার ছেলে মিঠুন সরদার (২০)। আহত অন্যান্যরা তালা,খুলনা,কপিলমুনিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১ টার দিকে খুলনা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী বাস (যার নং- জ- ০০৩৮) তালার হরিশচন্দ্রকাটি এলাকায় পৌঁছালে একই দিক থেকে ছেড়ে আসা চিনি বোঝাই ট্রলিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায় ও যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে।সৌভাগ্যক্রমে যাত্রীদের কারো প্রাণহনি না ঘটলেও প্রায় ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।