সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি কলেজে এডিস মশা নিধনে সভা ও লিফলেট বিতরণ

By daily satkhira

August 04, 2019

নিজস্ব প্রতিবেদক : “ডেঙ্গুর বিরুদ্ধে সমম্বনিত উদ্যোগ একদিন এক ঘন্টা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির আওতায় সরকারি কলেজে আলোচনা সভা ও জনসচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ হল রুমে এ আলোচনাসভায় বক্তব্য ও লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আসুন আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা এক ঘন্টা নিজেরা আমাদের বাসা বাড়ী ,শিক্ষা প্রতিষ্ঠান ,অফিস আদালত, হাট বাজার ,রাস্তা ঘাট, বাসস্টেশন, হোটেল রেঁস্তোরা, খেলার মাঠ,ছাদবাগান, পরিস্কার পরিচ্ছন্ন করি। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে বলেন, এটি পড়বা, পিতা-মাতাকে শুনাবা, মশাড়ী টানিয়ে ঘুমাবা আর জ¦র হলে ডাক্তার দেখবা ডেঙ্গু কিনা পরিক্ষা করাবা। নিজ হাতে সব কিছু পরিস্কার করবা এবং আশপাশের সকলকে সচেতন করবা। এসময় সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে কলেজের শিক্ষক জিয়াউর রহমান, সানোয়ার হোসেন, গাওছার, বলায় চন্দ্র দাস ও শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।