রাজনীতি

সাতক্ষীরায় জাসদ (আম্বিয়া) জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

By Daily Satkhira

March 18, 2017

মাহাফিজুল ইসলাম আককাজ : শান্তি সমতা সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নূরুল আম্বিয়া। জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ খালেদ, করিম সিকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির, তালা উপজেলার সভাপতি দেবাষীস দাস, কলারোয়া উপজেলার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল।