আজকের সেরা

সাতক্ষীরায় অন্যকে ইয়াবা দিয়ে ফাসাতে গিয়ে কথিত সাংবাদিক আটক

By Daily Satkhira

August 05, 2019

প্রেস রিলিজ: শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কথিত সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের আলো ২৪ ডটকম (অনলাইন ভিত্তিক পোর্টাল) এর কথিত সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আলী চৌধুরী (২৫)কে আটক করেছে পুলিশ। তার পিতার নাম বারেক আলী চৌধুরী। তিনি শ্যামনগর হায়বাতপুর শেখ পাড়ার বাসিন্দা। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্যামনগরের মোহাম্মাদ আলী চৌধুরী, নকিপুর মাজাট গ্রামের মোঃ সুজন শেখ (২৭), বাদঘাটার মাছুম (২০) এবং নকিপুরস্থ জনৈক আজিজুল এর ভাগ্নে ইয়াছিন(১৮) রবিবার বিকাল চার টার সময় শ্যামনগর বাসস্ট্যান্ড এর পাশে এফ. এম মার্কেটের ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র ইয়াছিন (১৮) কে মারধর করে মোটর সাইকেল যোগে শ্যামনগর জমিদার বাড়ী ভুলোর মোড় নামক স্থানের পাশে মাজাটগামী কালভাটের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই কথিত সাংবাদিক মোহাম্মদ আলী শ্যামনগর থানায় মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, ভিকটিম ইয়াছিন এর কাছে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে সন্দেহ হওয়ায় ভিকটিম ইয়াছিন ও কথিত সাংবাদিক মোহাম্মদ আলী উভয়কে থানায় নিয়ে যায়। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জকে অবহিত করে এবং আরো বিস্তারিত অনুসন্ধান পূর্বক জানতে পারে যে, ঘটনাটি সাজানো। এ ঘটনায় মোঃ ইয়াছিন আলম সুমন বাদি হয়ে আসামি কথিত সাংবাদিক (১) মোহাম্মাদ আলী চৌধুরী, মোঃ সুজন শেখ, মাছুম ও ইয়াছিনকসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দাখিল করলে শ্যামনগর থানার মামলা নং-০৪ তারিখ-০৪/০৮/২০১৯ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩৬৪/৩৮৫/৫০৬/৩৪ পিসি এবং মামলা নং-০৫/ তারিখ-০৪/০৮/২০১৯ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিলের ১০(ক)/৪১ রুজু করা হয়। এজাহারনামীয় আসামী কথিত সাংবাদিক মোহাম্মাদ আলী চৌধুরী থানা হেফাজতে আছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।