কালিগঞ্জ

কালিগঞ্জে ওয়াপদার স্লুইজ গেটে ভাঙ্গনের আশংকা

By daily satkhira

August 05, 2019

নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন ৩নং পোল্ডারের ১নং স্লুইজ গেটের পাশে বাধ ভেঙ্গে পানি ঢোকার উপক্রম হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও পানি উন্নয়ন বোর্ডের এস,ও তন্ময় ও ওবায়দুল স্থানীয় জন সাধারণের সহায়তায় জিওব্যাগ দিয়ে দ্রুত বাঁধ মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার বিকাল ৫টার সময় উপজেলার নারায়নপুর গ্রামের হাসপাতাল সড়ক অভিমুখে ৩নং পোল্ডারের ১নং স্লুইজ গেটে এঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে প্রচন্ড জোয়ারের চাপে প্রধান সড়কের উপরে স্লুইজগেট সংলগ্ন বাঁধ ভেঙ্গে নিচে দিয়ে নদীর সাথে একাকার হয়ে যায়। এসময় জোয়ারের পানি অল্প অল্প প্রবেশ করার সময় জন সাধারণের চোখে পড়লে বিষয়টি পানি উন্নয়ন বোড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী উপ প্রকৌশলী ওবায়দুল মল্লিক ও এস.ও তন্ময় সরকার ঘটনাস্থলে যায়। ঐসময় স্থানীয় চেয়ারম্যান নুর মোহাম্মাদ বিশ্বাস, দ্রুত তার ইউনিয়ন থেকে শতাধিক শ্রমিক এনে দ্রুত মেরামতের কাজ শুরু করে। এরপরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ১’শ জিওব্যাগ ভেকু নিয়ে রাস্তা ভেঙ্গে পুনরায় মেরামতের কাজ এরিপোর্ট লেখা পর্যন্ত চলছিল। তবে রাতারাতি বাধ মেরামত করা না হলে জোয়ারের পানি প্রবেশ করলে এলাকার নারায়নপুর, মোমরেজপুর, সাদপুর, আমিয়ান, কুকাডাঙ্গা সহ আশে পাশের গ্রাম গুলো প্লাবিত হওয়ার আশঙ্খা বিরাজ করছে। তবে বর্তমান মেরামতের কাজ চলায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ থাকায় সাময়িক ভাবে জনসাধারণের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বলে এলাকাবাসী জানান।