তালা

তালায় দলিতের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষন ও ক্ষেত পরিদর্শন

By daily satkhira

September 06, 2016

তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত মহেশ্বরপাশা-খুলনা এর উদ্যোগে, সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্যা কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ” প্রকল্প’র আওতায় কৃষকদের ধান ও শবজি চাষের উপর প্রশিক্ষন দেয়া হয়েছে। দাতা সংস্থা এফ.এ.ডি.ভি. এর সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কৃষকদের প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহীম ও কৃষি গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। এসময় সংশ্লিষ্ট ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন সহ ইউপি সদস্য, ইউপি সচিব এবং উপকারভোগী ৫৯জন কৃষক উপস্থিত ছিলেন। পরে ঘোনা গ্রামে উপকারভোগী কৃষকদের ভাসমান শবজি ক্ষেত এবং সুজনশাহা গ্রামে ধান চাষ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদিউজ্জামান, এফএডিভি এর প্রতিনিধি ও সংস্থার প্রোগ্রাম অফিসার শুভ্রা মুখোপাধ্যায়, দলিতের সহকারী পরিচালক বাসন্তি লতা দাশ, প্রকল্প ম্যানেজার ছিদ্দিকুর রহমান, সহকারী ম্যানেজার প্রভাষ দাশ ও মোবিলাইজার জুয়েল সরকার সহ মিডিয়া কর্মী, উপকারভোগী কৃষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।