আন্তর্জাতিক

সবকিছু থেকে বিচ্ছিন্ন কাশ্মীর

By Daily Satkhira

August 06, 2019

বিদেশের খবর: বিশেষ মর্যাদা তুলে নেয়ার একদিন পরেও প্রায় সবকিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ভারত শাসিত কাশ্মীর। গত রবিবার সন্ধ্যা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কাশ্মীরের টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ যা এখনও ঠিক করে দেয়া হয়নি। বর্তমানে কাশ্মীরের রাস্তায় টহল দিচ্ছে হাজার হাজার সেনা। খবর বিবিসির।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় কোথায় কি হচ্ছে তা সেখানকার লোক কিছুই জানতে পারছে না বলে খবরে বলা হচ্ছে। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা কখন ঠিক হবে, সেবিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে।

তবে স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে সাধারণ মানুষকে ঐ অঞ্চলে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে না।

গতকাল ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুচ্ছেদ ৩৭০ এর বিলোপের ঘোষণা দেয়ার কয়েকদিন আগে থেকেই কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছিল।

সংসদে ঘোষণা দেয়ার কয়েকদিন আগে ঐ অঞ্চলে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হয়।

পর্যটকদের ঐ এলাকা ছেড়ে যেতে বলা হয়, হিন্দু তীর্থযাত্রীদেরও নির্দেশ দেয়া হয় ঘরে ফিরে যেতে। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ। এছাড়া গতকাল ৩৭০ ধারা বিলোপ করার পর কাশ্মীরে আরও ৮ হাজার সেনা মোতায়েন করা হয়। সেইসঙ্গে রাজধানী শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।