ধুলিহর প্রতিনিধি : দেশের উন্নয়নে সকলে এগিয়ে আসুন। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের মানুষ শান্তিতে রয়েছে। বিশৃঙ্খলাকারীদের কোন স্থান এদেশে হবে না। ধর্মের নামে মানুষ হত্যা এটার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ২০১৮ সালের মধ্যেই পদ্মাসেতু নির্মাণ শেষ হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে একটু খেয়াল করলেই বোঝা যায় উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে মোটেও বাকি নেই। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রাণপণ লড়ে যাচ্ছে। দেশে আজ বিদুৎ বা সারের জন্য কোন হাহাকার নেই। বিদ্যুৎ খাতে উন্নয়নের কারণেই দেশের সব উন্নয়ন সহজতর হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারডাঙ্গা কেন্দ্রীয় বটতলা ঈদগাহ ময়দানে চেলারডাঙ্গা, ঘলঘলিয়া ও এল্লারচর এর নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একথা বলেন। ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার ও জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস,এম রেজাউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মিঠু ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি মেম্বার রেজাউল করিম মঙ্গল, কুরবান আলী, কালিদাস সরকার, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ন কবির, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক মেম্বার খোরশেদ আলম, ব্রহ্মরাজপু ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই সৈয়দ আলী, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল জব্বার মিস্ত্রী, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল করিম, মোঃ আবু বক্কর সিদ্দীক, মোঃ ফারুক হোসেন, ডাঃ শফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান প্রমূখ। বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে ১৫টি ট্রান্সমিটারের মাধ্যমে চেলারডাঙ্গা, ঘলঘলিয়া ও এল্লারচর এলাকার ২২৯ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুইচ চেপে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সড কোডিনেটর মহিদুল ইসলাম।