আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকার ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ এক চোরকারবারীকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম মোঃ জিল্লুর রহমান (২৮)। তিনি সদর উপজেলার ভাড়–খালী মাটিয়াডাঙ্গা এলাকার এসএম হাবিবুর রহমানের ছেলে। বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ উপরোক্ত চোরাকারবারীকে আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা বলে বিজিবি আরো জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।